ব্যানার লাগানো নিয়ে বিরোধের জেরে গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত
চট্টগ্রামে ব্যানার লাগানো নিয়ে বিরোধের জেরে গভীর রাতে যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে মো. সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫জন। সোমবার দিবাগত রাত রাত পৌনে ১টায় বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্র ও স্থানীয় লোকজন জানায়,বাকলিয়া এলাকার যুবদল নেতা বোরহান মেয়র শাহাদাতের ছবিসহ একটি ব্যানার টানান সৈয়দ শাহ রোডে। রাতে বাদশা গ্রুপের নেতাকর্মীরা গিয়ে মেয়রের নির্দেশের কথা বলে সেটি নামিয়ে ফেলার চেষ্টা করেন। এসময় বোরহান ও তার লোকজন মিলে তাদের বাধা দেয়।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাদশা গ্রুপের কর্মীরা ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এতে উভয় গ্রুপে মারামারি ও গোলাগুলি শুরু হয়। এতে সাজ্জাদসহ ৬ /৭ জন আহত হন। এমদাদুল হক বাদশাকে দখল-চাঁদাবাজির অভিযোগে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়।
সংঘর্ষে নিহত মো. সাজ্জাদ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।
বাকলিয়া থানার ও সি ইখতিয়ার উদ্দিন জানান,ব্যানার লাগানো নিয়ে ঝামেলা হয়েছে। গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: