রাজবাড়ীর সেই অন্ধ গফুরের সাহায্যে হাত বাড়ালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা আব্দুল গফুর মল্লিক। ৭৮ বছর বয়সী এই বৃদ্ধ জন্ম থেকেই অন্ধ। জীবনের একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তিনি। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, শরীরের চামড়া কুঁচকে গেছে।
প্রতিটি পদক্ষেপে বোঝা যায়, শরীরটাও আর আগের মতো সাড়া দেয় না। তবু ভিক্ষা নয়, নিজের শ্রমেই জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছেন গফুর মল্লিক। প্রতিদিন রাজবাড়ীর হাট-বাজার, গণপরিবহন ও রেলস্টেশনে ঘুরে ঘুরে বিক্রি করেন নিজের বানানো নারকেলের নাড়ু। সেই অর্থেই চলে তার দৈনন্দিন খরচ।
জীবনের শেষ প্রান্তে এসে অন্ধ গফুর যেন এক প্রতীক—কঠিন বাস্তবতার মাঝেও আত্মসম্মান আর পরিশ্রমের দৃঢ় উদাহরণ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামে একটি প্রতিবেদন ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ মিলিয়ন ভিউ পাওয়া এই প্রতিবেদনটি চোখ এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও।
এর পরপরই তিনি লন্ডন থেকে ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মোল্লার পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। তিনি গফুর মল্লিকের পরিবারের পাশে দাঁড়াতে বলেন।
বুধবার, ২৯ অক্টোবর সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুল গফুর মল্লিকের সঙ্গে দেখা করতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসবিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও থাকবেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা, সদস্য সচিব ও সদস্যরা।
বিভি/এআই




মন্তব্য করুন: