ওয়াদুদ ভূঁইয়ার পথসভায় ৫শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
খাগড়াছড়ির পানছড়িতে একাধিক স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ সময় সেখানে বিভিন্ন দলের ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে পানছড়ির বড় সাওতাল পাড়া মন্দির প্রাঙ্গণ, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মধ্য নগর মাদ্রাসা মাঠ এবং পাইলটফার্ম এলাকায় পৃথক পৃথক পথসভায় অংশ নেন ওয়াদুদ ভূঁইয়া।
পথসভায় জনগণের ভোট ও ভালোবাসা পেলে তিনি পানছড়িসহ পুরো আসনের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
পাইলটফার্ম এলাকায় আয়োজিত পথসভায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা পর্যায়ের নেতৃত্বসহ জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীরা ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: