দেশের ক্রান্তিলগ্নে সব সময় মানুষের আস্থা বিএনপির উপর: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে মানুষ সব সময় বিএনপির উপর আস্থা রেখেছে। তারা আগে যেমনি জিয়াউর রহমান, খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিলেন, তেমনি এখন তারেক রহমানের উপর আস্থা তাদের।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর লালদিয়ারচর তার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি দলীয় প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,জনগণের আস্থা অর্জন না করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কোন লাভ হবে না।শেখ হাসিনাও অনেক ইঞ্জিনিয়ারিং করেছিল। শেখ হাসিনা এখন কোথায়? সবার শিক্ষা নেয়া উচিত।
জনগণের উপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশের ভবিষ্যত,গণতন্ত্রের ভবিষ্যত ভালো হবে না, উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার কাছে অনুরোধ ওই সব পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন।
নির্বাচিত সরকার নাগরিকদের নিকট দায়বদ্ধ জানিয়ে আমির খসরু আরো বলেন, আজ নির্বাচনকে ঘিরে সকল নাগরিকের আনন্দ হচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে।তারা প্রতিনিধি নির্বাচন করবে। তারা তাদের প্রত্যাশিত ভোট দিতে পারবে।
গণসংযোগ কালে বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড এর লালদিয়ারচর থেকে গণসংযোগ শুরু হয়ে, চর বস্তি, বিজয়নগর, নিজাম মার্কেট, দক্ষিণপাড়া, ফুলছড়ি পাড়, নাজির পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: