• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

অভিযোগ প্রমাণিত হলে ইউপি প্রার্থী বদলঃ ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:৫০, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১২:৫১, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
অভিযোগ প্রমাণিত হলে ইউপি প্রার্থী বদলঃ ওবায়দুল কাদের

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিতর্কিত কেউ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে প্রমাণিত হলে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সেই ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই খতিয়ে দেখছি। প্রয়োজনবোধে সংশোধনের উদ্যোগ নিয়েছি। আমি এ বিষয়ে অলরেডি বলেছি, বিতর্কিত কোনো নাম এলে সংগে সংগে খতিয়ে দেখতে।

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসংগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপি’র। যার নেতৃত্বে বিএনপি চলছে তিনিও একজন দণ্ডিত, পলাতক আসামি। তিনি মুচলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেনি। সুতরাং তিনি পলাতক, তার নেতাই তো ফিরে আসেনি। তিনি আবার আওয়ামী লীগের পালানোর কথা বলেন।

 

 

বিভি/এইচডব্লিউ/এএন

মন্তব্য করুন: