সরকারের ব্যর্থতাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না: মেজর হাফিজ

ফাইল ছবি
আগামী নির্বাচনে সরকার ইভিএমের মাধ্যমে কারচুপি করে ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সরকারের ব্যর্থতাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না বলেও বমন্তব্য করেন তিনি।
সোমবার (২০ মার্চ) ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় হাফিজ উদ্দীন আহমদ বলেন, সরকারের ব্যর্থতার কারণেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না।
এ সময় তিনি আরো বলেন, ১২ লাখ রোহিঙ্গাদের মধ্যে মাত্র এক হাজার রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে কীনা সে ব্যাপারেও মিয়ানমার স্পষ্ট কিছু বলছে না।
নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকারও কিছুই করতে পারছে না উল্লেখ করে, তিনি বলেন- অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশ দুর্বল জাতিতে পরিণত হচ্ছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: