• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিয়ের জন্য ইস্তেখারা কতটা জরুরি, কিভাবে করতে হয়?

প্রকাশিত: ১৮:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বিয়ের জন্য ইস্তেখারা কতটা জরুরি, কিভাবে করতে হয়?

বিবাহের মাধ্যমে একটি পবিত্র সম্পর্ক তৈরি হয়। আর সেই সম্পর্কটা মৃত্যুর আগে পর্যন্ত সুন্দর এবং মজবুত থাকে যদি জীবনসঙ্গী ভালো হয়। বিবাহের পূর্বে যখন বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে তখন অনেকেই চিন্তিত থাকেন যে তার জীবন সঙ্গী ভালো হবে কিনা। যদি আপনি এ বিষয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে ইস্তেখারার মাধ্যমে সুন্দর সমাধান বের করতে পারেন। ইনশাল্লাহ। বিবাহের জন্য ইস্তেখারা কিভাবে করতে হয় তা আজ আলোচনা করব ।

বিবাহের জন্য ইস্তেখারা করার নিয়ম
দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহর প্রশংসা করতে হবে। (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার) বেশি বেশি পাঠ করতে হবে। নবী (সাঃ) এর উপর দরুদ পাঠ করতে হবে।

তারপর ইস্তেখারার দোয়া পড়তে হবে- পড়ার আগে অবশ্যই মনে রাখতে হবে বিবাহের জন্য ইস্তেখারা তাই বিবাহ সম্পর্কিত শব্দ যুক্ত করা হয়েছে এবং যে শব্দগুলো বিবাহের ইস্তেখারার জন্য প্রয়োজন নেই সেগুলো যুক্ত করা হয়নি ।

দোয়াটি হল- ”আল্লাহুম্মা ইন্নী-আস্তাখিরুকা বি-ইলমিকা ওয়া আস্তাকদিরুকা বি-কুদরাতিকা ওয়া-আসআলুকা মিনফাদলিকাল আযীম, ফা-ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, ওয়া তা’লামু ওয়ালা আ’লামু ওয়া আন্তা আল্লামুল গুয়ূব।

আল্লাহুম্মা ইন-কুন্তা তা’লামু আন্না “হাযান-নিকাহু” খাইরুল্লি ফীহ- দ্বীনী ওয়া মা’আশী ফাকদুরহুলী ওয়া-ইয়াসসিরহু লী, সুম্মা বা-রিকলী ফীহ, ওয়া ইন কুনতা তা’লামু আন্না “হাযান-নিকাহু” শাররুল্লী ফী দীনী ওয়া মা’আশী,ফাসরিফহু আন্নী ওয়াসরীফনী আনহু ওয়াকদুর লিয়াল খাইরা হাইসু কানা সুম্মা আরদিনী বিহ।”

অর্থ:- “হে আল্লাহ! আমি তোমার জ্ঞানের সাহায্য চাইছি, তোমার শক্তির সাহায্য চাইছি এবং তোমার মহান অনুগ্রহ চাইছি। তুমিই শক্তি ও ক্ষমতার অধিকারী, আমার কোন ক্ষমতা নেই। তুমি অফুরন্ত জ্ঞানের অধিকারী, আমার কোন জ্ঞান নেই। তুমি অদৃশ্যবিষয়ে সম্পূর্ণরূপে জ্ঞাত। হে আল্লাহ! তুমি যদি এই বিবাহ আমার জন্য, আমার দ্বীনের দৃষ্টিকোণ হতে, আমার জীবন যাপনের ব্যাপারে ভাল মনে কর তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দাও এবং আমার জন্য সহজ করে দাও। পক্ষান্তরে তুমি যদি এই বিবাহ আমার জন্য আমার দ্বীনের দৃষ্টিকোণ হতে, আমার জীবন যাপনের ব্যাপারে ক্ষতিকর মনে কর, তবে তুমি সে কাজটি আমার থেকে দূরে সরিয়ে দাও। এবং আমাকে তা থেকে বিরত রাখ। এবং যেখান থেকে হোক তুমি আমার জন্য কল্যাণ নির্ধারণ করে দাও”। (তিরমিজি ৪৮০ ইবনু মাজাহ (১৩৮০,রিয়াদুস সলিহীন ৭২২)

প্রথম দিন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে সাতদিন ইস্তেখারা করা যেতে পারে। ইস্তেখারার উদ্দেশ্য হল আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্ত চেয়ে দোয়া করা । যদি আমরা সঠিকভাবে ইস্তেখারা করতে পারি তাহলে আল্লাহ তা’আলা আমাদের যেটা । ভালো হবে সেদিকে ফিরিয়ে দেবেন।

ইস্তেখারা করার পর আপনার মনে যে সিদ্ধান্ত বারবার উদিত হবে আপনি সেটাই ফলাফল বলে ধরবেন । এ ছাড়া কেউ যদি স্বপ্নেও দেখে, তাহলে এটা আরো ভালো । আবার কেউ যদি স্বপ্নের সাদা অথবা সবুজ কিছু দেখে তাহলে এটা ভালো লক্ষণ। আর যদি কেউ লাল অথবা কালো কিছু দেখে তাহলে সেটা খারাপ বলে গণ্য হবে ।

ইস্তেখারার দোয়াটি চাইলে দেখে দেখে পড়তে পারেন। তবে মুখস্থ করতে বেশি সময় লাগবে না মুখস্ত করলে বেশি উত্তম হবে। পড়ার সময় মনোযোগ বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে পবিত্র সম্পর্কের বরকত বাড়িয়ে দিক এবং ইস্তিখারার মাধ্যমে জীবনসঙ্গী বের করার তাওফিক দান করুক। আমিন... সূত্র: মাদীনা 786

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2