প্রথম রোজার সেহরি ও ইফতারের সময় জানুন

দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।
দেশের বিভিন্ন জায়গায় সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়। পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। রাতেই এশার নামাজের পর তারাবিহ নামাজ শুরু হবে। শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা। আগামী ৬ এপ্রিল শনিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।
ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ৫১ মিনিট। মঙ্গলবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১০ মিনিট। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশুগুলোতে সোমবার থেকেই রোজা শুরু হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: