• NEWS PORTAL

  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বর্ণ ও রুপা দিয়ে দাঁত বাঁধান অনেকে, ইসলাম কী বলে?

প্রকাশিত: ২১:৩৩, ৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
স্বর্ণ ও রুপা দিয়ে দাঁত বাঁধান অনেকে, ইসলাম কী বলে?

ইসলামে পুরুষদের পোশাক, অলংকার ও সাজসজ্জা সম্পর্কে নির্দিষ্ট বিধি-নিষেধ রয়েছে। মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামের বিধি মেনে চলা একটি মৌলিক দায়িত্ব। অলংকার ব্যবহার মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রচলিত থাকলেও পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার সম্পর্কে ইসলামি বিধান কিছুটা ভিন্ন।

ইসলামে স্বর্ণ পুরুষদের জন্য নিষিদ্ধের পেছনে রয়েছে বিভিন্ন আধ্যাত্মিক ও সামাজিক কারণ। ইসলামি শরিয়াহ অনুসারে, পুরুষদের পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জার ক্ষেত্রে সাধারণত সংযম প্রদর্শন করা হয়।

প্রাকৃতিক দাঁত বা নাক কোনো কারণে ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে কৃত্রিম দাঁত ও নাক লাগানো যেতে পারে। এ ব্যাপারে শরিয়তের কোনো বিধিনিষেধ নেই। কিন্তু শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রাকৃতিক দাঁত ফেলে দিয়ে কৃত্রিম দাঁত লাগানো ইসলাম সমর্থন করে না। তবে কারও দাঁত যদি অস্বাভাবিক রকম বাঁকা হয়, তাহলে তা সোজা করা বা তুলে ফেলে কৃত্রিম দাঁত লাগানো বৈধ।

বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে একদিন আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবির হাতে স্বর্ণের আংটি দেখতে পেয়ে তা তার হাত থেকে খুলে ছুড়ে ফেলে দিলেন এবং বললেন,

يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ আপনাদের অনেকে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে পরিধান করেন!

আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে চলে যাওয়ার পর ওই সাহাবিকে বলা হলো, আংটিটি তুলে নিয়ে অন্য কাজে লাগান। সাহাবি বললেন, না, আল্লাহর কসম! যে বস্তু রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন তা আমি কখনোই আর নেবো না। (মুসলিম: ২০৯০)

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَلْبَسْ حَرِيرًا وَلَا ذَهَبًا যে ব্যক্তি মহান আল্লাহ এবং আখেরাতে ঈমান রাখে, সে যেন রেশমি কাপড় বা স্বর্ণ ব্যবহার না করে। (মুসনাদে আহমদ: ২২২৪৮)

বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে পুরুষের জন্য দাঁত বা নাক সোনা দিয়ে বাধাই করা বা স্বর্ণের দাঁত বা নাক ব্যবহার করার অনুমতি রয়েছে। বর্ণিত আছে, সাহাবি আরফাজার নাক কাটা গেলে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক বানাতে নির্দেশ দিয়েছিলেন। (মুসনাদে আহমদ: ১৮৫২৭)

আগেকার যুগের রাজা বাদশাহদের মাঝে এর বেশ প্রচলন ছিল। তারা আয়েশ করে স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাতেন। পরবর্তীতে অভিজাতরাই কেবল সোনা দিয়ে দাঁত মোড়াতেন।

আধুনিক পরিভাষায় একে বলা হয়, দাঁতে সোনার ক্যাপ লাগানো। একটি বিষয় সবার জানা, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ।একারণে আংটি বা অন্য কোনোভাবে স্বর্ণ ব্যবহার জায়েজ নয়।

তবে বিশেষ প্রয়োজনে দাঁতে সোনার ক্যাপ লাগানো বৈধ। অর্থাৎ প্রয়োজনের খাতিরে আপনি স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাই করতে পারবেন। এটি নাজায়েজ নয়। সূত্র: মুসনাদে বাযযার, মাজমাউয যাওয়ায়েদ হাদিস : ৮৭১৩; আলমুহীতুল বুরহানী ৮/৫১;বাদায়েউস সানায়ে ৪/৩১৬।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2