• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাঁচ ওয়াক্ত নামাজে যেভাবে স্মরণ করা হয় ইহুদিদের হঠকারিতার ইতিহাস

প্রকাশিত: ১৩:৫১, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৩০, ৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পাঁচ ওয়াক্ত নামাজে যেভাবে স্মরণ করা হয় ইহুদিদের হঠকারিতার ইতিহাস

প্রতীকী ছবি

মহান আল্লাহ ইহুদিদের মাঝেই বহু নবী-রসুল পাঠিয়েছেন। তাদের ওপর আসমানি কিতাবও নাজিল করেছেন। তাই তাদের বলা হয় আহলে কিতাব। কিয়ামতের আগে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধ করবে। 

হজরত আবু হুরাইরা (রা.) বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে, হে মুসলিম! আমার পিছনে ইহুদি রয়েছে। এসো, ওকে হত্যা করো। কিন্তু গারকাদ গাছ এরূপ বলবে না। কেন না এটা ইহুদিদের গাছ। (বুখারি: ২৯২৬)

ইহুদিরা ফিলিস্তিন সীমান্তে গারকাদ গাছ লাগাতে শুরু করেছে। তারা কোরআন-হাদিস গবেষণা করে। তারা জানে এটা তাদের একমাত্র আশ্রয়স্থল হবে। ওই যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন। তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।

কোরআনে ইহুদিদের আলোচনা  

পবিত্র কোরআনের প্রথম সুরা ফাতেহা আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি।

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَ لَا الضَّآلِّيْنَ

অর্থ: (হে আল্লাহ!) আমাদের সরল পথে পরিচালিত করো। সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি গজব নাজিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা। (সুরা ফাতিহা, আয়াত: ৫-৭)

এখানে الْمَغْضُوْبِ عَلَيْهِمْ ‘যাদের প্রতি গজব নাজিল হয়েছে’ বলে যে জাতিকে ইঙ্গিত করা হয়েছে, তারা হলো ইহুদি জাতি। এদের থেকেই আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহর কাছে আশ্রয় চাই। ইহুদিরা হচ্ছে সত্য জানার পরও হঠকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করেনি। উপর্যুপরি বিদ্বেষ ও হঠকারিতার কারণে তাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে।

মহান আল্লাহর কুদরত, নিয়ামত ও শাস্তি সরাসরি দেখার পরও তারা শিক্ষা গ্রহণ করেনি। বরং নিজেদের অন্যায়-অনাচার ও দুশ্চরিত্রের ফলে মহান আল্লাহর রহমত থেকে ছিটকে পড়েছে। কুফর, শিরক, অন্যায়-অনাচারে তারা সকল সীমা অতিক্রম করেছে। বহু নবীকে তারা হত্যা করেছে।

যাদের স্বভাবজাত বৈশিষ্ট্যই হলো- সত্য গোপন করা, নবীদের বিরুদ্ধাচারণ করা, বিশেষত ইসলাম ও ইসলামের নবী এবং মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করা, ইসলামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত থাকা, ওয়াদা ও চুক্তিভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা, খেয়ানত ও গাদ্দারি, খুনখারাবি, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি, যুদ্ধ-বিগ্রহ জিইয়ে রাখা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করাসহ এমন হেন অপরাধ নেই, যা তারা করেনি বা করছে না!

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2