• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জানাজার সময় খোলা থাকে যে মৃত ব্যক্তির মুখ   

প্রকাশিত: ২১:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জানাজার সময় খোলা থাকে যে মৃত ব্যক্তির মুখ   

প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আসলাম ধর্মের অনুসারীদের মৃত্যুর পর রয়েছে কাফন-দাফন ও জানাজা নামাজের ব্যবস্থা। যা একজন মৃত ব্যক্তির প্রতি জীবিত ব্যক্তিদের হক। কেউ যদি নিজের হজ বা ওমরাহর ইহরামের কাপড় কাফন হিসেবে ব্যবহার করতে চায়, করতে পারে। এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। 

জানাজার সময় মৃত ব্যক্তির মুখ ঢেকে রাখা হয়। এ ছাড়া কাপড় দিয়ে মৃত ব্যক্তির মুখ বন্ধ করে রাখা হয় এবং চিবুকের নিচে একটি বালিশ বা তোয়ালে দেওয়া হয়, যা মুখ বন্ধ রাখতে সাহায্য করা হয়। 

তবে মৃত ব্যক্তির জানাজায় মুখ ও মাথা খোলা থাকার দৃশ্য অনেক সময়ই মসজিদুল হারামে দেখা যায়। কারণ ইহরাম অবস্থায় মৃত ব্যক্তির মুখ ও মাথা খোলা রাখার নিয়ম রয়েছে। 

সহীহ হাদিসে এসেছে, এক সাহাবি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি শুনে বলেন,“তাকে তার ইহরামের কাপড়েই কাফন দাও, তার মাথা ও মুখ ঢাকবে না; নিশ্চয়ই সে কিয়ামতের দিন ‘লাব্বাইক’ বলতে বলতে পুনরুত্থিত হবে।” (সহীহ আল-বুখারী: হাদিস ১২৬৫, কিতাবুল জানায়িজ; সহীহ মুসলিম: হাদিস ১২০৬, কিতাবুল হাজ্জ)

এ ছাড়াও ইহরাম অবস্থায় মৃত ব্যক্তির চুলে অন্য মৃত মুসল্লির মতো সুগন্ধি ব্যবহার করা যাবে না।

বিভি/টিটি

মন্তব্য করুন: