• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মৃত্যুর পরও ক্রমাগত সওয়াব লাভের ৬টি উপায়

প্রকাশিত: ০৮:১৭, ১৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
মৃত্যুর পরও ক্রমাগত সওয়াব লাভের ৬টি উপায়

ইসলামী বিধান অনুযায়ী প্রতিটা মানুষের পাপ-পূণ্যের হিসাব নেওয়া হবে। জান্নাত-জাহান্নাম নির্ধারণের জন্য আল্লাহপাক তার বান্দাদের ভালো কাজ ও মন্দ কাজের পরিমাপ করে শাস্তি বা পুরস্কার নির্ধারণ করবেন। তবে বান্দার জন্য সুসংবাদ হলো- মৃত্যুবরণ করার পরও কিছু আমলের সওয়াব লেখা হয়।

হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন কোন মানুষ মারা যায় তখন তিনটি জিনিস ছাড়া তার আমল বন্ধ হয়ে যায়ঃ সাদাকাহ জারিয়াহ (অবিরাম দান), এমন একটি জ্ঞান যা উপকারী, অথবা একটি নেক বংশধর যে তার জন্য দোয়া করে। [মুসলিম]।

এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এমন কিছু আমল রয়েছে যেগুলো বান্দার অবিরাম পূণ্য বাড়াতে থাকে। চলুন দেখে নিই ৬টি সাদাকাহে জারিয়াহ...

> কাউকে কোরআনের একটি কপি দিন। প্রতিবার কেউ যখন এটি থেকে পড়বে, তখন আপনি সওয়াব পেতে থাকবেন।

> একটি হাসপাতালে একটি হুইলচেয়ার দান করুন। প্রতিবার যখন একজন অসুস্থ ব্যক্তি এটি ব্যবহার করবেন, আপনি তখন সওয়াব লাভ করতে থাকবেন।

> একটি মসজিদ নির্মাণে অংশগ্রহণ করুন বা একটি নতুন মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করুন।

> একটি পাবলিক জায়গায় একটি ওয়াটার-কুলার রাখুন। যাতে গরমে কেউ এটা ব্যবহার করে আরাম পেতে পারে।

> একটি গাছ লাগান। যখনই কোনো ব্যক্তি বা প্রাণী তার ছায়ায় বসে বা তা থেকে কিছু খাবে, তখনই আপনি এর সওয়াব পেতে থাকবেন।

> এবং সব থেকে সহজ, এই বার্তাটি মানুষের সাথে শেয়ার করুন৷ উপরের যেকোনো একটি কাজও যদি কেউ করে তাহলে ভাল কাজে উৎসাহ দেয়ার জন্য আপনিও সওয়াব লাভ করবেন।

সুতরাং সাদাকাহে জারিয়াহ বা অবিরাম দান বেশি বেশি করুন। আল্লাহপাক আমাদের বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন। আমিন...

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2