• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আ.লীগের একাংশের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আ.লীগের একাংশের বিক্ষোভ

রাজশাহী কোর্ট চত্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের একটি অংশ। আগামী নির্বাচনে তাকে দলের মনোনয়ন না দেয়ার দাবি জানান তারা। পাল্টা বিক্ষোভ করেছে প্রতিমন্ত্রীর অনুসারীরা।

আওয়ামী লীগ নেতার দায়ের করা একটি মামলায় রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোর্টে হাজিরা দিতে আসেন বাঘা পৌরসভার মেয়র তার অনুসারীরা। পৌর মেয়র আক্কাস আলী কোর্টে হাজিরা দিয়ে বের হয়েই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে লেখা একটি ব্যানার নিয়ে আদালত চত্বরে মিছিল করেন।

এ সময় সারদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামানের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরাও আদালত চত্বরে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করে।

বাঘার পৌর মেয়র আক্কাস আলী অভিযোগ করেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার লোক দিয়ে মামলা করে তিনিসহ তার অনুসারীদের হয়রানি করছেন। 

অপরদিকে, সারদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, পৌর মেয়র আক্কাস আলী দলীয় শৃঙ্খলা মানেন না। সবসময় দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: