• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে আহত ভুবন চন্দ্রশীল মারা গেছেন

প্রকাশিত: ১২:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে আহত ভুবন চন্দ্রশীল মারা গেছেন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

এর আগে রবিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝামাঝি সড়ক দিয়ে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। তার মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি। শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত হন তিনি।

ভুবনকে প্রথমে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

ভুবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক পলাশ চন্দ্র শীল জানান, ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন: