• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে দোকান কর্মচারী নিহত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ২০:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে দোকান কর্মচারী নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে দোকান কর্মচারী নোমান নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিএনপির রোড মার্চ ও কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ের আজমপুরে নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে সমাবেশ ডাকে বিএনপি। বিকেল তিনটার দিকে মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করে বিএনপির নেতা-কর্মীরা। পথিমধ্যে আজমপুর বাজার ও মুহুরী প্রজেক্ট বাজারে বিএনপির নেতা-কর্মীদের বাধা দেন ও মারধর করেন আওয়ামীলীগের কর্মীরা। 

এই খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরাও সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে ছুটে যান। বিকেল চারটায় আওয়ামী লীগ-বিএনপি উভয় দল লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তাদের ধাওয়া পাল্টা ধাওয়া কালে মাঝে পড়েন স্থানীয় দোকান কর্মচারী নোমান। এসময় উভয়পক্ষ নির্মাণাধীন বাড়ির ইটপাটকেল ব্যবহার করেন। মাথায় ইটের আঘাতে মারা যান নোমান।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নোমানের মরদেহ উদ্ধার করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতোলে পাঠানো হয়েছে।

বিভি/এনইউ/এজেড

মন্তব্য করুন: