১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথে ছুটবে ট্রেন: রেল মন্ত্রী

আগামী ১২নভেম্বর সরকারের অগ্রাধিকার প্রকল্প বহুল প্রত্যাশিত দোহাজারী-কক্সবাজার রেলপথে ছুটবে ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর থেকে এই রুটে নিয়মিত চলবে ট্রেন। এরই মধ্যে উদ্বোধনের প্রস্তুতি শুরু করেছে প্রকল্প সংশ্লিষ্টরা।
এরই অংশ হিসেবে সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, এরই মধ্যে প্রকল্পের কাজ প্রায় ৯২ শতাংশ শেষ হয়েছে এবং আগামী ২ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রায়াল রান করা হবে।
এসময় প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন, রেলপথ নির্মাণকারি প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ বেলায়ত হোসেন, বিমল চন্দ্র শাহাসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
দুপুরে মন্ত্রী দোহাজারী থেকে মোটর ট্রলি চেপে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে চট্টগ্রাম কালুর ঘাট সেতুর ওপর রেলপথ সংস্কার কাজ পরিদর্শন করেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: