• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডিএসসিসির ৩ হাজার ৮৪১ কোটি টাকা বাজেটের অনুমোদন

প্রকাশিত: ২১:৫৬, ৩০ জুন ২০২৫

ফন্ট সাইজ
ডিএসসিসির ৩ হাজার ৮৪১ কোটি টাকা বাজেটের অনুমোদন

২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) করপোরেশন সভা। 

সোমবার (৩০ জুলাই) ডিএসসিসির নগর ভবনে প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দফতর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ সদস্য অংশগ্রহণে এ বাজেট অনুমোদিত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দা.) আলী মনসুর। পরবর্তীকালে পরিচালনা কমিটির সদস্যরা বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেন।   

ডিএসসিসির প্রশাসক বলেন, ডিএসসিসির বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এই বাজেট আমাদের কাছে করদাতাদের আমানত। এই বাজেট সফলভাবে প্রণয়ন ও বাস্তবায়নের ওপর নির্ভর করছে আমাদের সবার প্রিয় এই নগরীর ব্যবস্থাপনা এবং আমাদের দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধান।

সভায় ১৯৯৮ সাল থেকে ডিএসসিসির এলাকায় বসবাসকারী নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন বিভিন্ন সেবা প্রদানকারী ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায়’ শীর্ষক প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ডিএসসিসির এবং বিদ্যমান প্রকল্পের আওতায় সেবা প্রদানকারী এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2