• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ৯ বছর 

প্রকাশিত: ১৫:২৫, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ৯ বছর 

ফাইল ছবি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৯ বছর আজ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা বলে বিবেচনা করা হয় এ হামলাকে। 

২০১৬ সালের ১ জুলাই সন্ধ্যার পর গুলশানে কূটনৈতিক এলাকার রেস্তোরা, হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। সেই রাতে ২০ জন নিরীহ মানুষ নির্মমভাবে প্রাণ হারান। তাদের মধ্যে ১৭ জন ছিলেন ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া ঘটনাস্থলে যাওয়া পুলিশের দুই কর্মকর্তা নিহত হন জঙ্গিদের নিক্ষেপ করা বোমায়। 

রাতভর চলা সেই জিম্মি পরিস্থিতির অবসান ঘটে পরদিন সকালে, সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্ট’-এর মাধ্যমে। ওই অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গি নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জন জিম্মিকে। নৃশংস সেই হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলাটির হাইকোর্টের রায় হয়ে গেছে, এর বিরুদ্ধে দণ্ডিতদের লিভ টু আপিল শুনানির অপেক্ষায়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2