নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় বিজয় উৎসব উদযাপন

নানা আয়োজনে বিজয় উৎসব উদযাপন হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। মহান বিজয় দিবসে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণি পেশার মানুষের ঢল নামে।
শ্রদ্ধা, ভালোবাসায় বিভাগীয় নগরী রংপুরে উদযাপন হয়েছে মহান বিজয় দিবস। শনিবার ভোরের আলো ফোটারসাথেই নগরির মর্ডাণ মোড়ের স্বাধীনতা স্মৃতিসম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, বিভাগীয় প্রশাসন সহসর্বস্তরের মানুষ।
৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয় কুমিল্লায়। সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে ঝিনাইদহে সূর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র্যালী বের করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম শহীদদের প্রতি সম্মান জানানো হয়। নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে সাতক্ষীরায়। ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
মানিকগঞ্জে বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় বিজয় র্যালি ও শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা।
খাগড়াছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপি'র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়ে শহরের প্রধান প্রদক্ষিণ করে। মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগেও বর্ণাঢ্য বিজয় র্যালি হয়েছে।
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উৎযাপদন উপলক্ষে শনিবার ভোরে সাতক্ষীরায় ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের খুলনা রোড মোড় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
ভোলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের প্রহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন ভোলা জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, কোস্টগার্ড, জেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন, সহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান সূমহ।
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।, শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি হয়। এসময় শহীদ স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মোনাজাতে অংশনেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,, জেলা আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
বিভি/এজেড
মন্তব্য করুন: