• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পটিয়ায় এনসিপি’র ‘ব্লকেড’

প্রকাশিত: ১৩:৫০, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পটিয়ায় এনসিপি’র ‘ব্লকেড’

ছবি: এনসিপি’র ব্লকেড কর্মসূচি

চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২ জুলাই) সকাল ১০টায় পটিয়া থানার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এরআগে, মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পটিয়া থানা চত্বরে নিয়ে যায়।

ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার না দেখিয়ে নিজেদের হেফাজতে রাখে। এতে ক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2