• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভাটারায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের চারজন দগ্ধ

প্রকাশিত: ০৯:৩২, ৩ জুলাই ২০২৫

আপডেট: ০৯:৩২, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভাটারায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর ভাটারার নূরের চালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন, গৃহকর্তা হালিম শেখ (৫০) তার স্ত্রী শিউলি বেগম (৪৫), তার ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সাগর আহমেদ গণমাধ্যমকে জানান, রাতে রান্নার সময় গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চারজন দগ্ধ হন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আহত চারজনকে রাতে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে, সবার অবস্থাই আশঙ্কাজনক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2