• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

রাজধানী ফাঁকা করে শিকড়ের টানে এখনও বাড়ি ছুটছে মানুষ

প্রকাশিত: ১০:৪১, ১২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রাজধানী ফাঁকা করে শিকড়ের টানে এখনও বাড়ি ছুটছে মানুষ

ফাইল ছবি

ফাঁকা হয়ে গেছে ঢাকা, এখনও বাড়ি ছুটছে মানুষ। ভোরবেলা থেকেই অনেককে দেখা গেছে সপরিবারে রাজধানী ছাড়তে।

এবার পবিত্র ঈদ-উল ফিতর, শবে কদর আর বাংলা নববর্ষ বরণ পাশাপাশি সময়ে উদযাপনে বেশ দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন চাকরিজীবীরা। দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ। ঢাকার প্রধান সড়কসহ অলিগলিতে নেই চিরচেনা যানজট। শপিংমল ও বাজার বাদে বেশিরভাগ জায়গায় নেই মানুষের জটলা। সব এলাকায় গাড়ির চাপ কম দেখা গেছে। দেখা যায়নি চিরচেনা মানুষের জটলা। তবে রেলস্টেশন ও বাস টার্মিনালে বাড়িমুখী মানুষের ভিড় দেখা গেছে। কমলাপুর রেলস্টেশনেও কিছুটা ভিড় দেখা গেছে। আজো বহু মানুষ ঢাকা ছাড়তে ভীড় করেছেন এই স্টেশনে। তবে সে তুলনায় ফিরছেন না খুব বেশি মানুষ। 

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদে বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। তবে বাসের সংখ্যা বেশি থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বসতে পেরেছেন। যাত্রীর আশায় নগর পরিবহনের বাসগুলোকে দীর্ঘক্ষণ বিভিন্ন স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: