• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

এস আলম তেলের কারখানার আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:৫৮, ১২ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:১৮, ১২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
এস আলম তেলের কারখানার আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে সকালে অগ্নিকাণ্ড হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে এস আলম এডিবল অয়েল মিলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ১০টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। 

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: