• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জন নিহত: প্রধান কারণ জানালো তদন্ত কমিটি

প্রকাশিত: ১৪:২০, ১২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জন নিহত: প্রধান কারণ জানালো তদন্ত কমিটি

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচজন নিহতের ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতাকেই অন্যতম প্রধান কারণ বলছে তদন্ত কমিটি। 

শুক্রবার (১২ এপ্রিল) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিআইডব্লিউটিএর গঠিত তদন্ত কমিটির সদস্যরা এ তথ্য জানান। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত হয় পাঁচজন। ময়নাতদন্ত শেষে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। 

তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম বলেন, পাঁচজনের মৃত্যুর পেছনে সম্ভাব্য কয়েকটি কারণ খতিয়ে দেখছেন তারা। ঘটনার রাতেই অভিযুক্ত লঞ্চ ফারহান-৬ এর প্রথম শ্রেণির মাস্টারসহ ৫ জনকে গ্রেফতার করেছে নৌ-থানা পুলিশ। তদন্তে আরও কারো নাম পেলে তাকেও আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2