• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাবেক যুবদল নেতার ‘হুকুমে’ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: ১২:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সাবেক যুবদল নেতার ‘হুকুমে’ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজধানীর উত্তরায় একটি স্থানীয় সংবাদপত্রের অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় ওই প্রতিষ্ঠানের অভিযোগ- যুবদলের সাবেক নেতা এস এম জাহাঙ্গীরের ‘হুকুমে’ কিছু অনুসারী ভাঙচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন সংবাদপত্রের সহকারী সম্পাদক মো. মাসুম কাজী। 

সেই সঙ্গে এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত পত্রিকা ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকা অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

লিখিত ওই অভিযোগে বলা হয়েছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/এফ রোডের ৪৯-৫১ নম্বর বাড়ির উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় টিনশেড ঘরে পত্রিকাটির অফিস। গত ১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের সাবেক নেতা ও উত্তরা বিএনপির নেতা এস এম জাহাঙ্গীরের হুকুমে তার ক্যাডার বাহিনী সন্ত্রাসীর নেতৃত্বে পত্রিকা অফিসে হামলা চালানো হয়। সেসময় সেখানে অবস্থান করা সাংবাদিক এস এম নুর, সোহেল, জয় এবং সবুজকে অস্ত্রের মুখে জিম্মি করে অফিসের ৩টি কম্পিউটার, একটি ল্যাপটপ, সিসিটিভি মনিটর, সিলিং ফ্যানসহ টেবিল-চেয়ার লুট করে নিয়ে যায়।

সেখানে আরও বলা হয়, তাছাড়া ২০১৩-২০২৪ সালের জুন পর্যন্ত পত্রিকার সব অফিস কপি, গুরুত্বপূর্ণ ফাইলপত্র, সংবাদের প্রমাণপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে আনুমানিক ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমরা উত্তরা-পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। সেনাবাহিনীর ক্যাম্পেও জানিয়েছি।

লিখিত অভিযোগে অফিস খুলে দেওয়া এবং লুট মালামাল ফেরতের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অভিযোগ বিষয়ে সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর জানান, ‘সংবাদপত্র অফিসটি এক সময় বিএনপির অফিস ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা দখল করে আওয়ামী লীগের অফিস করা হয়। গত পরশু সেখানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাতে আমাকে জড়ানো হয়েছে বলেও জেনেছি। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।’

এদিকে গত ৫ আগস্ট পর্যন্ত আমি জেলে ছিলেন এস এম জাহাঙ্গীর। ৬ আগস্ট ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। তার বিরুদ্ধে এসব অভিযোগকে মিথ্যা-ভিত্তিহীন বলে দাবি করছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: