কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি)

পুরান ঢাকার আদি ঢাকাইয়াদের শত বছরের সংগঠন ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি)’র উদ্যোগে ২০২৪ সালের এসএসসি কৃতকার্য পরীক্ষাদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি)’র মিলায়নতনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান এম এ কাইয়ুম ও বিশেষ অতিথি ছিলেন মাওলা বখ্শ চক্ষু দাতব্য চিকিৎসালয়ের চেয়ারম্যান জনাব আজিম বখ্শ।
আবু হুমায়ারা ও হাজী বকুল সাহেবের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর সমিতির বর্তমান জয়েন্ট সেক্রেটারি এমরান। এছাড়া অনুষ্ঠানে সুদূর প্রবাস থেকেও অডিও মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আবদুল মোতালেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ ইসমাইল নওয়াব। সমাপনী বক্তব্যে সভাপতি সকল ঢাকাইয়াদের একত্রে থাকার জন্য অনুরোধ করেন এবং যে কোন বিপদ আপদে ঢাকাইয়াদের পাশে থাকবেন বলে জানান।
উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো বাংলা ভিশন।
বিভি/এআই
মন্তব্য করুন: