• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে ‘ব্লকেড’

প্রকাশিত: ১৮:৪৪, ৪ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৪৬, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এবার পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে ‘ব্লকেড’

এবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। শুক্রবার (৪ জুলাই) বিকালে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করে তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার, ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথসহ নানা স্লোগান দেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, পিএসসির সংস্কার আসলে বিশাল একটি সংস্কার। ৪৪তম, ৪৫তম, ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা পুরো দেশবাসী জানলেও তার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি, যা সরকারের দুর্বলতা। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যাদের দ্বারা প্রশ্নফাঁস হয়েছে তাদের এখনো বিচার না হওয়ার মানে সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী।

আরেক শিক্ষার্থী বলেন, আপনারা জানেন ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন অবৈধ। অনুরূপভাবে ৪৪তম বিসিএসের ফলাফল রাত ১১টা ৪৫ মিনিটে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। যেটা শিক্ষার্থীরা প্রত্যাখান করেছে। আমাদের দাবি পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন। এছাড়া ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইবার নম্বর প্রকাশ করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2