• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শ্রমিক আন্দোলন, গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশিত: ১৪:২৫, ১১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
শ্রমিক আন্দোলন, গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরের টঙ্গী, মৌচাক নাওজোড় এলাকায় বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। এ ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এই ছুটি ঘোষণা করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করতে পারব।

তিনি আরও বলেন, ‘আন্দোলন না করে কাজ শুরু করতে চাওয়া কিছু শ্রমিকের ওপর আন্দোলনকারী শ্রমিকরা হামলা চালিয়েছে, এমন খবর পাওয়া গেছে। এই পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’

বিভি/টিটি

মন্তব্য করুন: