‘ডিএমপি কমিশনার ধর্ষণকে নির্যাতন বলে ধর্ষকের পক্ষ নিয়েছেন’

ছবি: সংগৃহীত
ডিএমপি কমিশনার ধর্ষণকে নির্যাতন বলে ধর্ষকের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন, ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সংসদ ভবনের সামনে মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। ডিএমপি কমিশনারকে এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। পুলিশের ঊর্ধ্বতন পদে বসে এমন বক্তব্য দেওয়া সমীচীন নয় মন্তব্য করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নারীর প্রতি সহিংসতা এভাবে চলতে থাকলে বলতে হবে জুলাই আন্দোলনের পর কিছু মানুষের পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনসহ সব রাজনৈতিক দলকে নারীর অধিকার বিষয়ে অবস্থান পরিস্কার করার আহ্বান জানান তিনি। নারী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে নারী নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারের পরামর্শ দেন ইফতেখারুজ্জান।
বিভি/এসজি
মন্তব্য করুন: