• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেসরকারি  শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ 

প্রকাশিত: ২৩:১৬, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ২৩:২৫, ১৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
বেসরকারি  শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ 

ছবি: শিক্ষক কর্মচারী ঐক্যজোট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সংলাপ

বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা হলরুমে শিক্ষক কর্মচারী ঐক্যজোট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

জোটের আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রিন্সিপাল নুর বখত, অধ্যাপক মোখলেছুর রহমান, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ দবির উদ্দিন, শিক্ষক দেওয়ান এনামুল, নুর নবী, সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চাকরি জাতীয়করণ করা। এই আন্দোলনে সকল শিক্ষক কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন: