মেট্রোরেলের ৪ কর্মীকে লাঞ্ছনা, পুলিশের ২ সদস্য বহিষ্কার

ফাইল ছবি
মেট্রোরেলের চার কর্মী লাঞ্ছনার ঘটনায় এমআরটি পুলিশের দুই সদস্যকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। মেট্রো এমডির অনুমতি ছাড়াই, বিজ্ঞপ্তি দিয়ে তিন ঘণ্টা যাত্রীসেবা বন্ধ রাখার বিষয়টি গুরুত্ব পাবে তদন্তে। এদিকে, পুলিশ আর মেট্রোরেল কর্মচারীদের এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
রবিবার (১৬ মার্চ) রাতে মেট্রোরেলের সব কর্মকর্তা ও কর্মচারী বিজ্ঞপ্তি দিয়ে সাময়িক কর্মবিরতির ঘোষণা করে। তাদের অভিযোগ, এমআরটি পুলিশ সদস্যদের হাতে চার মেট্রোকর্মী লাঞ্ছিত হয়েছেন। পুলিশ সদস্যদের বহিষ্কারের দাবি তুলে প্রতিবাদে যাত্রীসেবা বন্ধ রাখে তারা। এই কারণে সোমবার সকাল থেকে মেট্রো স্টেশনগুলোতে ছিলেন না কর্মচারীরা। টিকেট ছাড়াই মেট্রোতে উঠতে বাধ্য হন যাত্রীরা।
প্রথমে মিরপুর ও পল্লবী স্টেশনে কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ও এমআরটি পাস সরবরাহ শুরু হয়। সকাল ১০টার পরে সচল হয় সব স্টেশন। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে তিন ঘন্টা।
কর্মকর্তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন, বিষয়টি নিশ্চিত করেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহম্মেদ। জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যাত্রীদের জিম্মি করে এমন অবরোধ ও কর্মবিরতির বিষয়টি ক্ষতিয়ে দেখার কথা জানান তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: