• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সন্তান হত্যার মামলা করায় জীবন শঙ্কায় শহীদ সাংবাদিক প্রিয়’র মা

প্রকাশিত: ১৩:৪৯, ২৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
সন্তান হত্যার মামলা করায় জীবন শঙ্কায় শহীদ সাংবাদিক প্রিয়’র মা

শহীদ সাংবাদিক প্রিয়’র মা শামসি আরা জামান (বাঁ থেকে দ্বিতীয়)

সন্তান হত্যার মামলা করায় হত্যাকারীদের দ্বারা বিভিন্ন সময় হত্যার হুমকির সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন জুলাই বিপ্লবের শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান। তিনি জানান সম্প্রতি সন্তান হত্যার বিচার চেয়ে মামলা করায় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন মামলার আসামিরা। পরে সে হুমকির ঘটনার প্রেক্ষিতে তিনি থানায় ডায়েরি করেন।

তিনি বলেন, ‘সংস্কারের আগে কোন নির্বাচন আমি একজন নাগরিক ও শহীদের মা হিসেবে আমি চাই না। আমার কাছে মনে হয় না অন্য একটি সরকার এলে এসব হত্যাকাণ্ডের বিচার হবে। আমি এখন আমার পরিবার নিয়ে শঙ্কিত। আমাকে বলা হয়েছে তোর ছেলেকে হত্যা করা হয়েছে এবার তোর পালা।’ তিনি সরকারের কাছে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা দাবি করেন।

২২ মার্চ শনিবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারের সম্মানে ইফতার মাহফিল ও সাধারণ সভার আয়োজন করেছে মুক্ত গণমাধ্যম মঞ্চ। সে ইফতার অনুষ্ঠানে ছেলে হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেন শামসি আরা জামান।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন।

মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি মাহফুজ উদ্দিন খানের সভাপতিত্বে ও মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখার ব্যাপারে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো উপস্থিত ছিলেন, জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ, মুক্ত গণমাধ্যম মঞ্চের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, এস এম নাসিম, শিমুল পারভেজ, ফাহিম আহমাদ বিজয়সহ মুক্ত গণমাধ্যম মঞ্চ’র সদস্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: