• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউপিডিএফ’র স্বায়ত্তশাসন দাবীর প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন 

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
ইউপিডিএফ’র স্বায়ত্তশাসন দাবীর প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন 

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাহাড়ের অন্যতম সশস্ত্র সংগঠন প্রসীতের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র   (ইউপিডিএফ) তিন পার্বত্য জেলায় স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলার বাসিন্দারা। পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রমূলক প্রস্তাবের প্রতিবাদে সোমবার (১২ মে) খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। 

মানববন্ধনে বক্তারা একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিস্ময় প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ইউপিডিএফ একটি সশস্ত্র সন্ত্রাসী দল। পাহাড়ে  হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত এই সংগঠনটি। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদের সাথে কোন বৈঠক হতে পারে না। সমাবেশ থেকে পাহাড়ে ৪০ হাজার বাঙালি হত্যাকারী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস-সহ সকল সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ও সন্ত্রাসীদের বিচার দাবী করা হয়।

সোমবার খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম  ছাত্র পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমার স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব সংবিধান পরিপন্থি ও দেশদ্রোহীতার শামিল। তার এ বক্তব্য পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র।

সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, পার্বত্য ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন কায়েস, পার্বত্য ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। 

বিভি/এমআর

মন্তব্য করুন: