সম্মিলিত সনাতন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে ৪০টি সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সনাতন পরিষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ‘শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট’ কমপ্লেক্সের দ্বিতীয় তলার হল রুমে সম্মিলিত সনাতন পরিষদ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সৌমেন্দ্র সরকার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ আচার্য। এছাড়া আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সনাতন পরিষদের জোটভুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দ ও সারা দেশ থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: