• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

তদন্ত ছাড়া সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিধান বাতিলের দাবি

প্রকাশিত: ১৫:০৪, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
তদন্ত ছাড়া সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিধান বাতিলের দাবি

সরকারি চাকরি আইন সংশোধনে করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে; এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৪ মে) সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্ব এই বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে, ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। সম্প্রতি প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন, ২০১৮' সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2