• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিতর্কিত ৩৭ চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনার পরামর্শ সিপিডির

প্রকাশিত: ১৪:৪৮, ৩০ জুন ২০২৫

আপডেট: ১৪:৪৮, ৩০ জুন ২০২৫

ফন্ট সাইজ
বিতর্কিত ৩৭ চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনার পরামর্শ সিপিডির

আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত ৩৭টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনায় বিশেষ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে করণীয় বিষয়ে সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এ সুপারিশ করেন। 

তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর সুযোগ-সুবিধা নিশ্চিত না করা এবং বিনিয়োগ সুরক্ষা না থাকায় বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। অনেকে জমিতে বিনিয়োগ করেও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ চাইলেও তার বিনিয়োগকৃত অর্থ ফেরত নিতে পারছে না। বিনিয়োগ বাড়াতে প্রণোদনার চেয়ে পদে পদে বাধা দূর করা এবং স্বচ্ছতা নিশ্চিতের ডিজিটাল পদ্ধতি চালুর তাগিদ দেন আলোচকরা।

অনুষ্ঠানে চাইনিজ ইনভেস্টর্স ইন বাংলাদেশের সভাপতি হা কুন বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে এশিয়ায় প্রায় ৫৫ শতাংশ চীনা বিনিয়োগ রয়েছে। বাংলাদেশেও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু, ২০৩০ সাল নাগাদ মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদনের যে লক্ষ্য বাংলাদেশ ঠিক করেছে তা উচ্চাভিলাষী বলে উল্লেখ করেন তিনি।

২০৪১ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের টার্গেট পূরণে চীনা বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন আলোচকরা। এজন্য ঢালাওভাবে ৩৭ চুক্তি বাতিল না করে প্রকল্পগুলোর ত্রুটি দূর করার পরামর্শ দেন আলোচকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2