রাজধানীর বাতাসের মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে রাজধানীর বাতাসের মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৩০ জুন) সকালে সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ দলের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
ঢাকার আশেপাশের ইটভাটা সরিয়ে নো ব্রিক ফিন্ড জোন ঘোষণা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা।
তিনি বলেন, বায়ুদূষণ কমাতে অক্টোবরের আগে রাজধানীর ভাঙাচোড়া সড়ক মেরামত করা হবে। এছাড়া নতুন করে আড়াইশো বাস কিনে বিআরটিএ'র পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা। তিনি জানান, এজন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: