• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিমানবন্দরের চারপাশে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন

প্রকাশিত: ১৪:৫৩, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দরের চারপাশে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, ঢাকার বিমানবন্দরের আশেপাশে ২৬৩টি অনুমোদনবিহীন উঁচু ভবন রয়েছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও  তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশেপাশে ‘নো-ফ্লাই জোন’-এ অনুমতি ছাড়া অন্তত ২৬৩টি উঁচু ভবন গত ১০ বছরে নির্মিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি বেবিচকের নাই, তাই আমরা এই ব্যাপারে রাজউক বারবার চিঠি লিখে জানিয়েছি, এখন এটা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের।

মাইলস্টোনের দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের আশেপাশে কোনো অনুমোদনবিহীন উঁচু ভবন নেই। মাইলস্টোনের আশেপাশে ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে, সেখানে সর্বোচ্চ ১৩৫ ফুট পর্যন্ত উঁচু ভবন আছে।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি বেবিচক চেয়ারম্যান। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই টার্মিনাল পুরোদমে চালু করার বিষয়ে তারা কাজ করছেন। 

তিনি জানান, এখনো জাপানি কনসোটিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল অপারেশন বিষয়ে দেনদরবার চলছে, সমঝোতা হলে উভয়ের মধ্যে একটি চুক্তি হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2