পাওনা অর্থ ফেরতের দাবিতে কিউকম এর ভুক্তভোগীদের মানববন্ধন

পাওনাকৃত অর্থ ফেরতের দাবিতে দ্বিতীয় দফা মানববন্ধন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর ভুক্তভোগী গ্রাহকরা। শনিবার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেড় শতাধিক ভুক্তভোগী গ্রাহক মানববন্ধনে অংশ নেন।
এসময় তারা অভিযোগ করেন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর সিইও রিপন মিয়া এবং তানভীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে গ্রাহকদের ৬৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। তারা জানান, অনলাইনে পণ্যের অর্ডারের মাধ্যমে গ্রাহকদের থেকে টাকা আত্মসাৎ করে প্রতারক রিপন ও তার সহযোগীরা। অভিযুক্তরা টাকা রিফান্ডের নামে গ্রাহকদের সাথে চার বছর ধরে প্রতারণা করে আসছে বলেও জানায় ভুক্তভোগীরা। কিউকম এবং ফোস্টার গেটওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা অনতিবিলম্বে ফেরত ও প্রতারকদের গ্রেফতারে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: