• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মোংলা বন্দরের বিনিয়োগ করতে আগ্রহী জার্মান সংস্থা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মোংলা বন্দরের বিনিয়োগ করতে আগ্রহী জার্মান সংস্থা

মোংলা বন্দরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান। সোমবার (১১ আগষ্ট) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকে জার্মানের একটি আর্থিক বিনিয়োগকারী সংস্থা ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ (এসডিজি) এ আগ্রহের কথা জানান। এসময় মোংলা বন্দরের পশুর চ্যানেলের আউটারবার ড্রেজিংসহ সার্বিক উন্নয়ন নিয়ে এ সংস্থার প্রতিনিধিদল বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহিন রহমানের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন, সংস্থাটির সদস্য সচিব এম, এ নাজির শাহিন, আরব ঠিকাদার ওরাসকম পেনিনসুলা কনসোটিয়াম চেন বিন, শি জিন, কাওসার ও এচি এবং জার্মান মিশরীয় বিনিয়োগ গ্রুপ।

জার্মানের এ সংস্থাটি মূলত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন কোটি মানুষের আর্থিক ও জীবন-মান উন্নয়নে কাজ করছেন। ইতিমধ্যে তারা নবায়নযোগ্য শক্তি খাত নিয়ে কাজ শুরু করেছেন। এছাড়া খুলনাসহ এ অঞ্চলের বন্ধ কলকারখানা পুনরায় চালু ও নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বিদেশী শিল্প প্রতিষ্ঠান এ অঞ্চলে স্থানান্তরিতসহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও উদ্যোগ নিয়েছেন সংস্থাটি।

‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভথর (এসডিজি) সদস্য সচিব এম,এ নাজির শাহিন বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আমরা  বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি। মুলত মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এর আগে ভারত যে বিনিয়োগ করতে চেয়েছিল সেটি বাতিল হয়েছে। সেই জায়গায় আমরা কাজ ও বিনিয়োগ করতে চাই। এজন্য শীঘ্রই জার্মানের একটি উচ্চ পদস্থ দল মোংলা বন্দর ভিজিটে আসবেন।

মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করা গেলে ভারত, নেপাল, ভুটান ও চীনকে সহায়তা প্রদাণ সহজ হবে। এছাড়া ভিয়েতনামের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খুলনাঞ্চলে স্থানান্তরিত করা হবে। যাতে ঘুরে দাঁড়াবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2