• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী অপহরণ, সেনা অভিযানে উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী অপহরণ, সেনা অভিযানে উদ্ধার

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজী মিডিয়ামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ আল রাফি (১১) রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বত্তরা অপহরণ করে। পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবী করলে বিষয়টি জানাজানি হয়।

পরিবার ও স্থানীয় বিভিন্ন সুত্রে জানাগেছে, এ ঘটনা জানাজানি হলে খাগড়াছড়ি সদর জোন অপহৃতকে উদআরে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে  পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অভিযানিক দল পানছড়ির মোল্লাপাড়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপরণকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুরের আব্দুর রহিমের ছেলে বাদশা মিয়া (২৮) কে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজারে অভিযান চালিয়ে পানছড়ির ইটখোলা গ্রামের হানিফ হোসেন এর ছেলে কামরুল হাসান (৩২) কে আটক করা হয়। 

এ ঘটনার মুল পরিকল্পনাকারী খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালেক মিয়া (মালু) এখনো পালাতক রয়েছে। খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পালাতক অপহরণকারীকে ধরতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রাত ১০ টায় সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন থেকে আসামীদেরকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা দুই আসামীকে পুলিশ নিকট হস্তান্তরের কথা স্বীকার করে জানান,আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, দীগিনালা উপজেলার হাসিনপুর গ্রামের এ শিশুটি জেলা শহরের আনন্দনগর (বলপিয়ে আদাম) এলাকায় সেনা সদস্য খালুর বাড়িতে থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজী মাধ্যমে ৪র্থ শ্রেনিতে পড়াশুনা করছিলো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2