ভাঙ্গায় ফের মহাসড়কে অবস্থান!

ছবি: ভাঙ্গায় আন্দোলনকারীদের অবস্থান
আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ সকাল থেকে কোন প্রভাব না ফেললেও হঠাৎ করেই যেন পরিস্থিতি পাল্টে গেছে। মহাসড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের আলগীতে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগানে বিক্ষোভ করছে তারা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে, সর্বদলীয় সংগ্রাম পরিষদ সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিলেও সকালে ভাঙ্গার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। অবরোধকে ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে।
এদিকে, রাতে ভাঙ্গায় রেলপথ ও মহাসড়ক অবরোধকে ঘিরে একটি মামলা হয়েছে। ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদি হয়ে ৯০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো একশো থেকে দেড়শো জনকে আসামি করে মামলাটি করেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: