• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ছয় শিশুর চারজনের মৃত্যু 

প্রকাশিত: ১৩:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ছয় শিশুর চারজনের মৃত্যু 

ফাইল ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ছয় নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) থাকা দুই নবজাতক মারা যায়। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢামেকে চিকিৎসাধীন আরেক নবজাতকের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোকসেদা আক্তার প্রিয়ার ননদ ফারজানা আক্তার।

মৃতদের মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে নবজাতক রয়েছে। বর্তমানে দুই কন্যাশিশু রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এর আগে রোববার সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই তিন নবজাতককে ঢামেকের এনআইসিইউতে এবং তিনজনকে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: