• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

বনানী ও বারিধারায় পূজা উদযাপনের অংশ হলো আইসিসিএল 

প্রকাশিত: ১৪:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বনানী ও বারিধারায় পূজা উদযাপনের অংশ হলো আইসিসিএল 

বনানী ও বারিধারার পূজা মণ্ডপে এ বছরের পূজা উদযাপনে অংশ নিয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল)। গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ০২ অক্টোবর পর্যন্ত। সকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে দর্শক ও অতিথিরা পূজা চলাকালে আইসিসিএলের খাবারের স্বাদ উপভোগ করার সুযোগ পাবেন।

আইসিসিএলের খাবারের অনবদ্য স্বাদের অভিজ্ঞতা নিতে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব সহ অতিথিদের পূজা মণ্ডপে আসতে আমন্ত্রণ জানানো যাচ্ছে। এতে আইসিসিএল ক্যাটারিং, আইসিসিএল গুরমিট, মিষ্টি বেক ও চাটওয়ালা থাকছে; পূজাকে কেন্দ্র করে নিরামিষাশী পদ ও মিষ্টি সহ নানা ধরনের খাবারের ব্যবস্থা থাকছে।

সংস্কৃতি, কমিউনিটি ও সম্প্রীতিকে উপলক্ষ করে আইসিসিএলের নিয়ে আসা এই আয়োজনে নানান দর্শনার্থীদের উপযোগী পদের ব্যবস্থা থাকছে। উদযাপনকে আরও বিশেষ করে তুলতে, আইসিসিএল নির্বাচিত ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট কুপন অফার নিয়ে এসেছে। এমনকি এই আয়োজন শেষ হওয়ার পরও আইসিসিএলের ক্যাটারিং ব্যবহার করতে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। মান ও স্বাদের প্রতি আইসিসিএলের প্রতিশ্রুতি পুরোপুরি তুলে ধরেছে এই আয়োজন। 

এ বিষয়ে আইসিসিএলের সেলস অ্যান্ড মার্কেটিং কনসালট্যান্ট জোশিতা সানজানা রিজভান বলেন, “আমরা আনন্দিত যে এমন একটি উদযাপনে অংশ নিতে পারছি যা সকল বয়স, সংস্কৃতি ও কমিউনিটির মানুষকে একত্রিত করেছে। এখন পর্যন্ত যে প্রশংসা পেয়েছি তা সত্যিই অনুপ্রেরণামূলক। আমাদের পূজা উৎসবে অংশগ্রহণ আইসিসিএলের সেই প্রতিশ্রুতিই তুলে ধরে, যা অসাধারণ খাবার এবং স্মরণীয় অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে একত্রিত করতে নিবেদিত।”

আইসিসিএলের স্টল উৎসব-প্রেমীদের স্বাগত জানাতে চলেছে। অতিথিরা এখানে ভেজিটেবল রোল, ভেজিটেবল বার্গার, চিজ স্যান্ডউইচ, কাপ দই, কাঁচা চানা, মিহি দানা লাড্ডু, চানা লাড্ডু, বাকলাভা এবং কাপ রাবরির মতো মুখরোচক ও সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন। পূজার প্রকৃত আয়োজনকে স্বাদের মাধ্যমে উদযাপন করতে এতে প্রতিটি আইটেম ভালোবাসা দিয়ে প্রস্তুত করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2