• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

‘সহিংসতায় নারী-শিক্ষার্থী-শিশুদের সামনে ঠেলে দেওয়া ভালো বার্তা বহন করে না’

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘সহিংসতায় নারী-শিক্ষার্থী-শিশুদের সামনে ঠেলে দেওয়া ভালো বার্তা বহন করে না’

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করার চেষ্টা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সকল তথ্য-প্রমাণ সেনাবাহিনীর কাছে রয়েছে। ইউপিডিএফ সহিংসতায় নারী, কোমলমতি শিক্ষার্থী ও শিশুদের সামনে ঠেলে দেওয়া এটা ভালো বার্ত বহন করে না। 

তিনি আরও বলেন, অপপ্রচার ও উস্কানীমূলক কর্মকান্ড সত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম রক্ষায় রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-গোষ্ঠীর নিরাপত্ত নিশ্চিতে ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর তৈরী রয়েছে।

তিনি বলেন, সেনাবাহিনীর গাড়ীতে হামলা তিন সৈনিককে আহত আহত করেছে। তারা বহিরাগত সন্ত্রসীদের জড়ো করেছে, গুলি চালিয়েছে। সেনাবাহিনীর সদস্য ধৈয্যের পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার দপ্তরে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের  বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার সেনাবাহিনী একজনকে আটক করে ধরে পুলিশে দিয়েছে। সে রিমান্ডে রয়েছে। এরপরও এ ঘটনাকে নিয়ে পাহাড়কে অশান্ত করতে চাইছে। 

১৪৪ ধারা প্রত্যাহার প্রসঙ্গে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার পক্ষে মত দেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2