• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

চমেক হাসপাতালে মেরামতের সময় এসি বিস্ফোরণ, প্রাণ গেল টেকনিশিয়ানের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:২৭, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চমেক হাসপাতালে মেরামতের সময় এসি বিস্ফোরণ, প্রাণ গেল টেকনিশিয়ানের

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় এসি বিস্ফোরণে পিডিবির এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। এই ঘটনায়ও আরো দুই টেকনেশিয়ান দগ্ধ হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম-শওকত।

সোমবার (১৩ অক্টোবর) সকালে ওয়ার্ডটিতে এসি মেরামতের কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ দুজন হলেন- তানভীর ও মিসকাত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকালে চমেক হাসপাতালের ছয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ ঘটে। এতে পিডিবির ৩ আউটসোসিং টেকনেশিয়ান দগ্ধ হয়েছেন। পরে তাদের চমেকের  ক্যাজুয়ালিটি ও বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শওকত নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2