• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ছোট্ট হৃদয়কে খুঁজে পাচ্ছে না পরিবার, দিশেহারা বাবা-মা

প্রকাশিত: ২১:৪৭, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ছোট্ট হৃদয়কে খুঁজে পাচ্ছে না পরিবার, দিশেহারা বাবা-মা

নিখোঁজ হৃদয়।

ছোট্ট হৃদয়, বয়স মাত্র তেরো। অন্য স্বাভাবিক শিশুদের মতো নয়। কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় চোখে চোখেই রাখতেন মা। কিন্তু গত ৮ অক্টোবর সকাল সাতটার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। ৫ দিন ধরে নিখোঁজ শিশুটির পরিবার সবার কাছেই খুঁজে ফিরছে সন্তানকে।

জানা গেছে, মোহাম্মদপুরের টিক্কাপাড়ার হাজী চিনু মিয়া রোডের এফ ব্লকে হৃদয়দের বাসা। সেখান থেকে গত ৮ অক্টোবর সকাল সাতটার দিকে সে হারিয়ে যায়। ৫দিন ধরে আত্মীয়-স্বজনসহ, এলাকার সব জায়গায় খোঁজ করেছে তার পরিবার। কিন্তু কোথাও পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানায় জিডিও করা হয়েছে তার সন্ধান চেয়ে।

নিখোঁজ হৃদয়ের বাবা মনির হোসেন সবজি ব্যবসায়ী ও মা রোজিনা আক্তার গৃহিনী। ছেলেকে হারিয়ে দুজনই দিশেহারা হয়ে পড়েছেন। সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন বুকের মানিককে খুঁজে পেতে। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে গণমাধ্যমের পাঠকদের সাহায্য চেয়েছে শিশুটির পরিবার। যদি কেউ শিশুটিকে খুঁজে পান তবে তার পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ রইলো।

যোগাযোগ
মনির হোসেন (হৃদয়ের বাবা)
ঠিকানা: ১৫/এ/৪, এফ ব্লক, টিক্কাপাড়া, মোহাম্মদপুর
মোবাইল: ০১৭৫০৮০৪৫৬৬ (বাবা)

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2