• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

গ্যাসের দাবিতে যাত্রাবাড়ীতে প্রতিবাদ ও মানববন্ধন

প্রকাশিত: ১৪:১৯, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গ্যাসের দাবিতে যাত্রাবাড়ীতে প্রতিবাদ ও মানববন্ধন

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১০টা থেকে শহীদ ফারুক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে যোগ দেন।

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আদর্শ পঞ্চায়েত সর্দার আলহাজ হাফেজ মো. তাজউদ্দিন। তিনি গ্যাস সংকটের পটভূমি, চলমান দুর্ভোগ এবং বাসিন্দাদের দাবি–দাওয়া তুলে ধরেন।

কর্মসূচির সভাপতির বক্তব্যে দক্ষিণ যাত্রাবাড়ীর ১নং পঞ্চায়েতের বড় সর্দার এসএম আনোয়ার আইয়ুব বলেন, “গ্যাস না থাকায় বাসিন্দারা বাধ্য হয়ে ছাদ, বারান্দা কিংবা ঘরের ভেতরে লাকড়ির চুলা বা সিলিন্ডার গ্যাসে রান্না করছেন, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাছাড়া এলাকার পুরোনো গ্যাস পাইপলাইনও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্যাস সংকট নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হয়নি। এখনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং প্রতিদিনই ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এখানকার মানুষ। গ্যাস না পেয়েও নিয়মিত বিল দিতে হচ্ছে, যা নাগরিক অধিকার লঙ্ঘনের সামিল।”

তিনি আরও বলেন, “চলমান সংকটে এলাকার প্রতিটি পরিবার কষ্টে দিন কাটাচ্ছে। বাসাবাড়িতে চুলা না জ্বলায় অনেকে শুকনো খাবার খাচ্ছেন বা হোটেল থেকে কিনে খেতে বাধ্য হচ্ছেন। দ্রুত সমাধান না পেলে তিতাস গ্যাসের অফিস ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০নং ওয়ার্ডের শহীদ ফারুক সড়ক, খানকা শরীফ মসজিদ থেকে পশ্চিমে ওয়াসা রোড পর্যন্ত—দক্ষিণ পাশের সুরুজনগর, জেলেপাড়া মন্দির গলির জান্নাতুল উম্মাহ মাদ্রাসা এলাকা, ফুলকুঁড়ি আইডিয়াল হাই স্কুল, চন্দনকোঠা নতুন কুঁড়ি হাই স্কুল, চানতাঁরা মসজিদ এলাকা, নবীনগর ঈদগাহ এবং মেডি বাংলা হাসপাতালের উত্তর পাশসহ আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2