ইউসেপ বাংলাদেশের চাকরি ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে ইউসেপ যাত্রাবাড়ী টিভেট ইন্সটিটিউট এর উদ্যোগে চাকরি এবং উদ্যোক্তা মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম এন্ড ইনোভেশন এর পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাহিদা শিল্পী ও সুমনা আফরিন ইভা।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি আপীল বোর্ডের সিনিয়র সচিব মো. ইউসুফ বলেন, ‘একটি দেশ গঠনের জন্য দক্ষ জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউসেপ বাংলাদেশ সুদীর্ঘ ৫২ বছর ধরে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে এবং একইসাথে চাকরি বা কর্মসংস্থানের সৃষ্টি করে। সরকার ও চায় জনশক্তিকে এমনভাবে গড়ে তুলতে যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বের যেকোনো জায়গায় প্রতিযোগিতা করতে পারে।’

তিনি বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণের জন্য ইউসেপ বাংলাদেশ দক্ষতা উন্নয়ন, শোভন কর্মসংস্থানের ব্যবস্থা, সামাজিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এটা দেখে আমি খুবই আশান্বিত।’
স্বাগত বক্তব্যে ইউসেপ ঢাকা সাউথ রিজিওন এর আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো.সাজ্জাদুল হক ইউসেপের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সরকারি কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে ইউসেপ বাংলাদেশ তার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউসেপের মূলমন্ত্র হচ্ছে শিক্ষার জন্য সহায়তা, আয়ের জন্য দক্ষতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের পরিচালক জনাব বদরুল আলম খানসহ ১৫টি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের মালিক ও কর্মকর্তাবৃন্দ। জব ফেয়ার ২০২৫ এ শিরোনামে মেঘনা গ্রুপ, সুপার স্টার ইলেকট্রনিকস লি. অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লি. স্কোয়ার গ্রুপ,সিটি গ্রুপ, বীর গ্রুপ, কনফিডেন্স স্টিল লিমিটেড ও বিডি জবস সরাসরি ইউসেপে প্রশিক্ষিত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সিভি গ্রহণ করে প্রাথমিকভাবে ৪৩০জনকে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন।

উদ্যোক্তা মেলায় হাতের তৈরি বাহারি পন্য, খাদ্য সামগ্রী ও প্রসাধনী সম্ভার নিয়ে উপস্থিত ছিলো ইউসেপ যাত্রাবাড়ী টিভেট ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তারা।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো মেঘনা গ্রুপ ও অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিমেটেড। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছেন গাজী টিভি,বাংলা টিভি, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক ইনকিলাব, সময়ের আলো, সময়ের কন্ঠস্বর ও দৈনিক দেশবার্তা।
বিভি/এআই




মন্তব্য করুন: