ওসমান হাদি হত্যার বিচার চেয়ে আজও ইনকিলাব মঞ্চের কর্মসূচি
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড়। তীব্র শীত উপেক্ষা করে রাত পর্যন্ত আন্দোলন চালিয়ে যান নেতা-কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শেষ না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। পরে আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় আবারো শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে রাতের কর্মসূচি শেষ করেন তারা।
এদিকে, দিনভর শাহবাগে আন্দোলন চলায় বন্ধ থাকে মূল সড়ক। ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা ২৪ ঘন্টার বেশি সময় ধরে নেতাকর্মীদের এই অবরোধ কর্মসূচি। তীব্র শীত উপেক্ষা করে গতকাল থেকে শাহবাগ ও এর আশপাশের এলাকায় অবরোধ কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
ওসমান হাদিকে হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
এদিকে, হাদি হত্যার বিচারের দাবিতে দিনভর যানচলাচল বন্ধ থাকে শাহবাগ ও এর আশপাশের এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ।
গেলো ১২ ডিসেম্বর দুপুর আড়াইটার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি । পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলে গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: